অনেকের ই ভাবনা মেয়েরা কেনো কোটার দাবিতে আন্দোলন রত? তাদের ভাবনায় এটা ফুটে ওঠে মেয়েরা তো কোটা পাচ্ছে। ভাবনাটা একটু পরিবর্তন করে দেখতে হবে। মেয়ে বলেন আর ছেলে বলেন একা একটা সংসারের অংশ নয়। তার আছে ছেলে বাবা ভাই। যখন নির্দিষ্ট শ্রেনীর কোটা থাকে তখন যুগের পড় যুগ কোঠাদারি পরিবার সুযোগ পায় আর নারী কোঠায় সুধু পরিবারের একটি অংশই সুযোগ পায়। যার ফলে সে পরিবার যুগে যুগে দারিদ্রের দিকে চলে যায় । আর আ্মাদের কোটা তো স্থায়ী কোঠা এ কোঠা তো কোনোদিন বন্ধ হবার নয় যদিনা আ্ন্ধোলন হয়।
তাই নারী যদি ভাবেন তাকে কোটা দিয়ে সুবিদায় রাখা হয়েছে তবে তিনি বোকার বনে বাস করছেন।
দ্বীতিয়তো কোটা দিয়ে তাদের অপমানিত করা হয়েছে বিপরিতে শু কৌশলে কেরে নেয়া হয়েছে । দানের টাকা বাকিতে দান।
তাই নারী যদি ভাবেন তাকে কোটা দিয়ে সুবিদায় রাখা হয়েছে তবে তিনি বোকার বনে বাস করছেন।
দ্বীতিয়তো কোটা দিয়ে তাদের অপমানিত করা হয়েছে বিপরিতে শু কৌশলে কেরে নেয়া হয়েছে । দানের টাকা বাকিতে দান।