দৈনিক যুগান্তর ১৩ ডিসেম্ভর ২০২৩
বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত চাকরীর খবর জানতে আমাদের সাথে থাকুন। নিয়মিত বিজিট কিরুন। আপনার চাকরীটি খুজেনিন। আপনার সুন্দর ভবিষ্যতের কামনা্য় আমরা কজন।
Thinking
Wednesday, December 13, 2023
Saturday, August 12, 2023
আমার চাকরীর জীবনে ভুল গুলো
ভুল মানুষ মাত্রেই করে এমন কথা শিখতে শিখতেই বড় হয়েছি। হ্যা আমার জীবনে এমন ভুল নেই এটা কি হতে পারে। সকল ভুল মানুষ অকপটে শিকার করে না। আমি তার ব্যতিক্রম নই।
তবে কেনো আজ নিজের ভুল নিয়ে লিখতে বসেছি। না নিজের দুর্বলতা গুলো বলতে আমি লেখা শুরু করিনি। যে ভুল গুলো করে আমি নিজেকে ক্ষতিগ্রস্থ করেছি এমন দু চারটি ভুলের কথা বলব। বিশেষত গ্রম থেকে উঠে আসা সাধারন ছেলেরা আমার মত ভুল করে না ঠকুক। আমার প্রথম জীবনে ভুল ছিল লক্ষ্য স্থির না করা। হজবরল লক্ষ নিয়ে এসেছি ঢাকা শহরে।
যাই হোক পথ চলায় এ হজবরল নিয়ে এগিয়ে চলা। এম কম করে সময় ক্ষেপন করে সি এ শুরু করি । সেখানে প্রথম ভুল নিজের ইগো দেখাতে গিয়ে ছয় টি মাস পরে নিবন্ধন নেয়া। এর পর বহু চড়াই উতরাই পেরিয়ে পেলাম চাকুরী।
ও আগের কথা বলা হয়নি আমি প্রথম যে নিরিক্ষা কার্য করার জন্য গেলাম সেখানে যত সুযোগ সুবিধা পেলাম ভেবে ছিলাম এমনি বুঝি হবে বাকিটা জীবন। হলনা আর তার পর এমন করে । এর পর শুরু হল যুদ্ধ। চাকুরী জীবনে প্রথম চাকুরীতে ঠিক তেমনি সকল সুযোগ সুবিধা না চাইতেই । বেতন কম ভাবলাম ভালো বেতন নিয়ে চাকুরী পাল্টাই।
পাল্টিয়েছি কয়েক বার বেতন বেশি তবে নীট হিসাব করে দেখি আজ থেকে দশ বছর আগে যা পেতাম প্রথম চাকুরীতে এখন তার সমান পাইনা।
যে কথাটা বলতে গিয়ে এই লেখাটি আমার আগ্রহ জন্মিয়েছে তা হল এমন সিদ্ধান্ত যেন কেউ না নেয়। কোম্পানি চাকরীতে শুধু বেনত দেখে পরিবর্তনের সিদ্ধান্ত নিবেন না। এর ভবিষ্যত, অ্ন্যান্য সুযোগ সুবিধা সর্বদা যোগ করে নিবেন।
আশাকরি ভুল পথে পা দিয়ে জীবনের বড় ক্ষতি করবেন না।
Thursday, July 13, 2023
Islami Bank Bangladesh Limited - Relationship Officer (Card Sales)
Name of Position : Relationship Officer (Card Sales)
Minimum 22 years ,Maximum 33 years, as on 10.07.2023
Wednesday, March 29, 2023
Primary School Assistant Teacher Rajshahi, Khulna, Mymensingh (প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ রাজশাহি খুলনা ময়মনশিংহ
Primary School Assistant Teacher Rajshahi, Khulna, Mymensingh (প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ রাজশাহি খুলনা ময়মনশিংহ
গোল বৃত্তটি সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন। এর পর প্রয়োজনীয় তথ্য দিন ছবি ও সিকনাচার সহ।
Subscribe to:
Posts (Atom)