বিয়েতে মেয়েরা সকলি হারায়।
বাবাকে বলে ছিলেম একবার বাসায় বেড়াতে আস
অনেকবার বলার পরে এসেছিল একদিন
এর পর আর বলিনি কখনো
কারন আমি জানি
ছেলেরা কিছুই হারায় না
বাবা মারা গেছেন অনেক বছর হল
মা কোথায় যাবে ?
অনেক ভেবে চিন্তে বাসায় নিয়ে এসেছিলাম
এখন মা শুধু বলে
বাবা এখানে বন্ধি বন্ধি লাগে
বাড়িতে একটা ছোট ঘর করে দিতে পারো
আমি যতই বলি
মা তোমার কি সেই আগের শক্তি আছে
মা শুদু আশ্বাস দেয়
আমি পারব।।
আমি জানি
ছেলেরা কিছুই হারায় না।
বাবাকে দেখেছি না খেয়ে জমিয়েছিল
আমাদের লেখা পড়ার খরচ দেয়ার পরে
তখন দেখতাম বড় বড় মাছ কিনে নিয়ে যান
যে আজ আমার শ্রদ্ধাবাজন শশুন হন
এখন শুনছি তিনি বলতেন
টাকা জমিয়ে কি হবে
আমার তিন তিনটি মেয়ে তো সবে।
পরের ঘরে যাবে, তারাই দেখবে।
আমার মেয়েরা সকলি হারাবে
ছেলেরা তো কিছুই হারায় না।
চাকরিতে যা মায়না পাই
সবার যন্য যা কিছু কিনে নিয়ে যাই
সামনে যা কিছু আসে
খাবনা ভালো লাগছেনা মুখে আসে।
মনের মধ্যে একটি কথা
শেষ হলে আবার কিনতে লাগবে টাকা।।
কে দিবে , কোথায় থেকে পাব
ছেলেরা তো কিছুই হারায় না
বাবার মায়ের সাথে দেখা হয়েছে কবে
মনে আসছেনা তবে
শশুর শাশুরি প্রতি মাসে
লোন করিয়ে রেখে যান হেসে হেসে।
কথাটা আসলে
ছেলেরা তো কিছুই হারায় না