কোটা হয় আইন দারা। কোটা আইন ছাড়াও আছে। রাজনৈতিক ক্ষমতা। আর্থ ও ঘুষ। আত্বীয় স্বজন বন্ধু বান্ধব এমন নানা নামে থেকে যাবে যুগ যুগ কোটা। আর এ কোটা থেকে কখনো শুন্য কোটা হবেনা। তবে হাজারে একজন লাক্ষে এক জন এমন হবে কিনা যানিনা।
আমাদের দেশে সম্প্রতি ৫% দাবি করছে যা আইনে সিদ্ধ করা হবে। এর পর বাস্থবে তা হয়তো বেআইনি ভাবে ৮০ % কিংবা ৯০% হতে পারে। কিংবা ৩০% বা ৪০% এর থেকে কম আশা করিনা। এতোদিন ছিলোনাকি ৫৬% বা তার কম বেশি । তখন হয়তো ৯৫% থেকে ৯৯% কোটা ছিলো কখনো দেখেছি আইন সিদ্ধ ১০০% তো আর কথা থাকেনা সেখানে।
কোটা মুক্ত আশা করার শক্তি পাইনা । তবে সর্বনিম্ম হোক কোটাদারিদের সুবিধা এই কামনা সকল জাতির জন্য।
No comments:
Post a Comment