Thinking

Monday, August 19, 2024

কোটা আন্দোলন হলো দেশ থেকে কি কোটা বিলুপ্তি হলো?

কোটা আন্দোলন হলেই যো কোটা বিলুপ্তি হবে তা নয়। কোটা আছে । কোটা হচ্ছে পিছিয়ে পড়া মানুষদের জন্য। আর এই পিছিয়ে পড়া মানুষ যখন কোটিপতির সন্তান হয়। একই পদে যখন চাষির ছেলে আবেদন করে সমমর্যাদায় চাকুরী পায়না তখন কি বলব। হ্য কোটা আছে থাকবে তবে কম যা সহনীয়।

কোটা হয় আইন দারা। কোটা আইন ছাড়াও আছে। রাজনৈতিক ক্ষমতা। আর্থ ও ঘুষ। আত্বীয় স্বজন বন্ধু বান্ধব এমন নানা নামে থেকে যাবে যুগ যুগ কোটা। আর এ কোটা থেকে কখনো শুন্য কোটা হবেনা। তবে হাজারে একজন লাক্ষে  এক জন এমন হবে কিনা যানিনা। 

আমাদের দেশে সম্প্রতি ৫% দাবি করছে যা আইনে সিদ্ধ করা হবে। এর পর বাস্থবে তা হয়তো বেআইনি ভাবে ৮০ % কিংবা ৯০% হতে পারে। কিংবা ৩০% বা ৪০% এর থেকে কম আশা করিনা। এতোদিন ছিলোনাকি ৫৬% বা তার কম বেশি । তখন হয়তো ৯৫% থেকে ৯৯% কোটা ছিলো কখনো দেখেছি আইন সিদ্ধ ১০০% তো আর কথা থাকেনা সেখানে। 

কোটা মুক্ত আশা করার শক্তি পাইনা । তবে সর্বনিম্ম হোক কোটাদারিদের সুবিধা এই কামনা সকল জাতির জন্য।

No comments:

Post a Comment